পীরগাছায় র‌্যাব পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় র‌্যাবসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজু মিয়া (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
এ সময় তার নিকট থেকে র‌্যাবের পোশাক পরিহিত ছবিসহ একাধিক সংস্থার প্রায় ১০টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রাজু মিয়া ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজু মিয়া দীর্ঘদিন থেকে এলাকায় নিজেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সংস্থার কর্মকর্তা দাবী করে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার সঙ্গে থাকা র‌্যাবের পোশাক পরিহিত ছবিসহ একাধিক সংস্থার প্রায় ১০টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘একাধিক সংস্থার ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুরোনো সংবাদ

রংপুর 1103567268595427893

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item