তেতুলিয়ায় বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্য ছিনিয়ে নেয়ার অভিযোগ

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় বয়স্কভাতার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে৷
ওই সদস্যের নাম রোকনুজ্জামান রুকু। সে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য।
গত সোমবার ওই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত- ফায়াজ উদ্দীনের ছেলে কবিরুল হক বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর সোনালী ব্যাংক ভজনপুর শাখা থেকে বয়স্কভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন এবং বার বার তার কাছে টাকা চাইতে গেলে কালক্ষেপন করেন এবং বিভিন্ন সময় বেধে দেন।
সর্বশেষ গত ১৫ দিন আগে ওই ইউপি সদস্যের কাছে আবারো টাকা চাইতে গেলে বিভিন্ন গালাগালি করেন এবং গত ২২ জানুয়ারি বাসায় গিয়ে হুমকি দিয়ে বলেন , কারো কাছে অভিযোগ করলে বয়স্কভাতার কার্ড বাতিল করে দিবো, কেউ ঠেকাতে পারবে না।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর সাথে কথা বললে সে বলেন, কিছু ব্যাক্তির উস্কানীতে সে এই অভিযোগটি করেছে৷
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে এবং অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3418385013418894129

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item