নীলফামারী জেলায় ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীতে আগামী ১১ জানুয়ারি তিন লাখ ১৪২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলার ছয় উপজেলায় এক হাজার ৫৮৭টি কেন্দ্রে কাজ করবে তিন হাজার ১৭৪জন স্বেচ্ছাসেবক।
জাতীয় ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে ৫৪৯ জন তদারককারী এবং ১৯১জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
 বুধবার(৮ জানুয়ারি/২০২০) দুপুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে ওই কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় ৩ লাখ ১৪২ জন শিশুর মধ্যে ছয় থেকে ১১মাস বয়সের ২৯ হাজার ৮১৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭০ হাজার ৩২৮জন শিশু রয়েছে। ১১ মাস পর্যন্ত বয়সীদের নীল রঙ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবারই প্রথম অনলাইন অ্যাপসের মাধ্যমে কর্মসূচি তদারক করা হবে। সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। #

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1784906450182864132

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item