নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা হাজারো মানুষের ঢল

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি॥ গ্রামীন জনপদের জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে।
শুক্রবার(৩ জানুয়ারি/২০২০) বিকেলে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে শাটিপাড়ায় এই প্রতিযোগীতার আয়োজন করে স্থানীয় আলোকিত জিগাতলার মোড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোনারায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও স্থানীয় সমাজসেক আব্দুর রাজ্জাকের পৃষ্টপোষকতায় ওই ইউনিয়নে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া ঘোড়া দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ মান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশি^নী কুমার বিশ^াস।
প্রতিযোগিতায় রংপুরের তারাগঞ্জের মহসীন সওয়ারী প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রতিযোগিতায় নীলফামারী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৪০ জন সওয়ারী তাদের ঘোড়া নিয়ে অংশ নেয়। গ্রামীন জনপদের জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগীতার মাঠে জেলার অন্তত ৪০ হাজার মানুষ উপস্থিত থেকে তা উপভোগ করেন। পুরুষদের পাশাপাশি উপস্থিত নারী, শিশু ও বৃদ্ধরাও মুহুর্মুহু করতালী দিয়ে উৎসাহ যোগান প্রতিযোগিদের। #

পুরোনো সংবাদ

খেলাধুলা 8656702520258264126

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item