নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীতে গণমাধ্যম কর্মীদেরসাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম(সেবা),পিপিএম(সেবা)।
 সোমবার(১৩ জানুয়ারি/২০২০) দুপুর একটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, অন্যান্য কাজের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করবো আমি। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্পৃক্ত করে ‘টীম নীলফামারী” গঠন করতে চাই”। এসব কাজে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সাংবাদিকদের পক্ষে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তৃতা দেন আতিয়ার রহমান বাড্ডা, হাসান রাব্বী প্রধান, ভুবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মামুন, শীষ রহমান প্রমুখ।
উল্লেখ, গত ১০ জানুয়ারী নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা-পশ্চিম) হিসেবে ও ডিবি পুলিশে ছয় বছর দায়িত্ব পালন করেন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6046216500246024828

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item