জলঢাকায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসায় ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ভোটগ্রহন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা,সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারি প্রধান শিক্ষক পাপড়ি বেগম, উপজেলা স্কাউট সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারি শিক্ষক সাগর, বাবু ও আতাউর প্রমুখ।  এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান এই নির্বাচনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। উল্লেখ্য গত ১৪ জানুয়ারি স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের তফসিল ঘোষনা, ১৬ জানুয়ারি থেকে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই শেষে ১৮ জানুয়ারি বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, ওইদিন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আজ ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীগন তাদের প্রত্যক্ষ ভোটে প্রতিটি বিদ্যালয়ে ৮জন করে প্রতিনিধি নির্বাচিত করে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদরাসায় তাদের ভোট প্রয়োগ করে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4797219638870980342

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item