হালনাগাদ নেই নীলফামারীর অধিকাংশ সরকারি ওয়েবসাইট

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী প্রতিনিধি ২৯ জানুয়ারি॥ ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লাগলেও নীলফামারীর অধিকাংশ সরকারি দপ্তরের ওয়েব সাইট গুলো হালনাগাদ করা হচ্ছেনা। ফলে নাগরিকরা একদিকে যেমন সঠিক তথ্যের পরিবর্তে ভুল তথ্য পাচ্ছেন, অন্যদিকে পূর্ণতা পাচ্ছে না ডিজিটাল বাংলাদেশের শিরোনাম। ৬টি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছাড়াই কেবলমাত্র জাতীয় তথ্য বাতায়নের অর্ন্তভুক্ত জেলা প্রশাসনের ওয়েব পোর্টলের অধীনে ৬৪টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেটে এমন দৃশ্য দেখা যায়।
নীলফামারী জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত সরকারি দপ্তরের ওয়েবসাইটে সনাক কর্র্তক জরিপে দেখা যায়, দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি এসব ওয়েবসাইটের দেওয়া তথ্য। ফলে বাস্তবতার সঙ্গে মিলছে না ওয়েবসাইটে দেওয়া তথ্য।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে নীলফামারী জেলা তথ্য বাতায়নের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আপডেট তথ্য পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার(২৮ জানুয়ারী) পর্যবেক্ষণে দেখা যায়, নোটিশ বোর্ড, খবর, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা/কর্মচারীর তথ্য, সেবাসমূহের তথ্য (সেবার তালিকা/সিটিজেন চার্টার), ডিও (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) সংক্রান্ত তথ্য ও যোগাযোগ- এ ৭টি বিষয়ের আলোকে ৬৪টি ওয়েবপোর্টাল যাচাই করে মাত্র ৪টি ওয়েবপোর্টালে শতভাগ তথ্য পাওয়া গিয়েছে। এই চারটি অফিস সমুহ হলো জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর. জেলা পরিসংখ্যানের কার্যালয় ও জেলা সরকারী গণ গ্রন্থাগার। উল্লিখিত ৭টি বিষয়ে ৫০% এর কম তথ্য হালনাগাদ আছে ৬৪ টির মধ্যে ৩৩ টি ওয়েবপোর্টালে।
আইনশৃঙ্খলা রক্ষাকারীর গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুইটি সাইট  হাল নাগাদ নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েব সাইটটিও একই হাল। সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম জেলা শিল্পকলা একাডেমি। তাদের সাইটটিরো একই অবস্থা। জেলা সমাজ সেবা অধিদপ্তরের সাইডে উল্লেখ নেই এ জেলায় সরকারী ভাবে কতজন বয়স্কো,বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন গ্রহন করেছে। জেলার সর্ব সাধারণদের তথ্য দিয়ে যে অফিসটি সব সময়ই আপডেট রাখার কথা সেটি হলো তথ্য অফিস। এই অতি গুরুত্বপূর্ণ অফিসটির সাইটে প্রবেশ করে দেখা যায়, হালনাগাদ কোন তথ্য নেই।  জেলা মহিলা বিষয়ক অফিসরে সাইডে নেই সেবা সমুহের তালিকা ও উপকারভোগীর সংখ্যা।
জানা যায়,ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণের প্রয়োজনীয় তথ্যের সুফল পাওয়ার ক্ষেত্রে তথ্য হালনাগাদ সহ জনসচেতনার লক্ষ্যে কার্যকর প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রংপুরের বিভাগীয় কমিশনার গত বছরের ৬ মে ‘রংপুর বিভাগের সকল জেলার ওয়েব পোর্টাল হালনাগাদ করণ সংক্রান্ত’ শিরোনামে একটি নির্দেশনা জারি করেন। একই বছর ৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ০৪.০০.০০০০.৮৩৩.৩৬.০০১.১৮.১৩০ নং স্মারকের পত্রের প্রেক্ষিতে নীলফামারী জেলা প্রশাসন ১৪ জুলাই “জাতীয় তথ্য বাতায়নের অধীনে বাস্তবায়িত মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর/সংস্থা ও মাঠ পর্যায়ের অফিসসমূহের তথ্য বাতায়ন অধিকতর উন্নয়ন ও হালনাগাদকরণ সংক্রান্ত” শিরোনামে পুনরায় নির্দেশনা জারি করেন। কিন্তু এরপরও হালনাগাদ করা হয়নি।
এ বিষয়ে নীলফামারী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শফিকুল ইসলাম ডাবলু বলেন, এটি খুবই হতাশাজনক। ডিজিটাল বাংলাদেশে বাস করেও সরকারি প্রতিষ্ঠানগুলো যদি তাদের ওয়েব সাইটগুলো হালনাগাদ না করেন, তাহলে জনগণ প্রত্যাশা অনুযায়ী তথ্য সেবা থেকে বঞ্চিত হবেন।  তিনি বলেন সনাকের পক্ষে এ সংক্রান্ত একটি জরিপ চালিয়ে তা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন  জমা প্রদান করা হয়েছে।
সুত্র মতে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) ও যোগাযোগ সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে যথাক্রমে ৬৪ টির মধ্যে ১৪টি ও ২০টি ওয়েবপোর্টালে। অফিস প্রধানের তথ্য ও কর্মকর্তা/কর্মচারীর তথ্য যথাক্রমে ২৭ টি ও ৫৮ টি ওয়েবপোর্টালে হালনাগাদ পাওয়া গেলেও প্রতিষ্ঠানের সিটিজেন চার্টার/সেবা সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে মাত্র ২৮ টি ওয়েবপোর্টালে। ৬৪ টি ওয়েবপোর্টালের সবগুলো হোমপেজে বিদ্যমান নোটিশ বোর্ড এর ব্যবহার লক্ষ্যনীয় হলেও অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র একটি নোটিশ তথা জনপ্রশাসন পদক ২০২০ প্রদান সংক্রান্ত নোটিশ বিদ্যমান। ৬৪ টি ওয়েবপোর্টালের মধ্যে মাত্র ১৭ টিতে ‘খবর’ অংশের ব্যবহার লক্ষ্য করা গিয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পোর্টালে তথ্য নেই- খবর,অফিস প্রধানের তথ্য,সেবা সমূহের তথ্য, ডিও সংক্রান্ত তথ্য ও যোগাযোগ সংক্রান্ত তথ্য। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবপোর্টালে দেখা যায়- খবর, ডিও সংক্রান্ত তথ্য নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পোর্টালে খবর,সেবা সমুহের তথ্য, ডিও সংক্রান্ত তথ্য ও যোগাযোগ তথ্য নেই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোর্টালে  নেই খবর,সেবা সমূহ,ডিও সংক্রান্ত এবং যোগাযোগের তথ্য। জেলা কারাগারে নোটিশ বোর্ড ছাড়া আর কোন তথ্যই নেই। র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ পোর্টালে দেখা গেছে নোটিশ বোর্ড ও ডিও সংক্রান্ত তথ্য ছাড়া আর কিছুই নেই। নীলফামারীর শিশু একাডেমীর পোর্টালে নোটিশ বোর্ড,অফিস প্রধানের তথ্য ও ডিও সংক্রান্ত তথ্য ছাড়া অন্য কিছু নেই। জেলা শিক্ষা অফিসের পোর্টালে খবরের কোন তথ্য নেই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সেবা, ডিও ও যোগাযোগ সংক্রান্ত কোন তথ্য নেই। জেলার পিটিআই এর পোর্টালে নোটিশ বোর্ড ছাড়া আর কোন তথ্য নেই। জেলা ক্রীড়া অফিসের পোর্টালে খবর,অফিস প্রধানের তথ্য,সেবা,ডিও ও যোগাযোগ সমূহের কোন তথ্য নেই। জেলা উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পোর্টালে নোটিশ বোর্ড,কর্মকর্তা/কর্মচারীর তথ্য ছাড়া ছাড়া আর কিছুই নেই। জেলা শিল্পকলা একাডেমীর পোর্টালে নেই খবর, সেবা সমূহ,ডিও এবং যোগাযোগের তথ্য। জেলা ক্রীড়া সংস্থার পোর্টালে অফিস প্রধান ও ডিও সংক্রান্ত কোন তথ্য নেই। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের পোর্টালে খবর ও ডিও সংক্রান্ত কোন তথ্য নেই। সিভিল সার্জন কার্যলয়ের পোর্টালে খবর সংক্রান্ত তথ্য নেই। পরিবার পরিকল্পনা কার্যালয়ের পোর্টালে খবর,অফিস প্রধান,সেবা,ডিও ও যোগাযোগ সংক্রান্ত কোন তথ্য নেই। বনবিভাগের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারীর তথ্য ছাড়া আর কোন তথ্য নেই। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের পোর্টালে খবর ও যোগাযোগ সংক্রান্ত তথ্য নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পোর্টালে অফিস প্রধান, ডিও এবং যোগাযোগের কোন তথ্য নেই। জেলা মৎস্য অফিসের পোর্টালে খবর ও অফিস প্রধানের তথ্য ছাড়া আর কিছুই নেই। বিএডিসি(বীজ) অফিসের পোর্টলে খবর ও যোগাযোগের তথ্য নেই। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পোর্টলে অফিস প্রধান,ডিও এবং যোগাযোগের তথ্য নেই। কৃষি বিপনন অধিদপ্তরের পোর্টালে সেবা,ডিও ও যোগাযোগ সংক্রান্ত কোন তথ্য নেই। জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা কার্যালয়ের পোর্টালে ডিও সংক্রান্ত তথ্য নেই। জেলা বীজ প্রত্যয়ন অফিস ও  বিএডিসি(সেচ) অফিসের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারীর তথ্য ছাড়া আর কিছুই নেই। গণপূর্ত বিভাগের পোর্টালে খবরের কোন তথ্য নেই। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর পোর্টালে ডিও সংক্রান্ত তথ্য নেই। সড়ক ও জনপথ বিভাগের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারী সংক্রান্ত তথ্য ছাড়া বাকী গুলোর কোন তথ্য নেই। পানি উন্নয়ন বোর্ডের পোর্টালে নেই সেবা,ডিও এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারীর তথ্য  ছাড়া আর কিছুই নেই। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পোর্টালে নোটিশ বোর্ড ছাড়া কোন তথ্য পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির পোর্টালে পাওয়া যায়নি ডিও সংক্রান্ত তথ্য। জেলা তথ্য অফিস, কর্মসংস্থান ও জনশক্তি, জেলা সমাজ সেবা অধিদপ্তর, বিটিসিএল এর পোর্টালে নোটিশ বোর্ড  ও কর্মকর্তা/কর্মচারী সংক্রান্ত ছাড়া আর কোন তথ্য নেই। বিদ্যুৎ বিভাগের পোর্টালে তথ্য নেই খবর ও অফিস প্রধানের। শহর সমাজ সেবা অফিসের পোর্টালে সেবা ,ডিও এবং যোগাযোগের তথ্য নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের পোর্টালে তথ্য নেই যোগাযোগ সংক্রান্ত। জেলা মহিলা সংস্থা ও  মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও বিআরডিবি অফিসের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/ কর্মচারী ছাড়া কোন তথ্য নেই। জেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের পোর্টালে খবর ও যোগাযোগ সংক্রান্ত তথ্য নেই। প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্রের পোর্টালে খবর,অফিস প্রধান ও সেবা সমূহের তথ্য নেই। ইসলামী ফাউন্ডেশনের পোর্টালে নোটিশ বোর্ড ছাড়া কোন তথ্য নেই। হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের পোর্টলে নোটিশ বোর্ড,কর্মকর্তা/কর্মচারী ও সেবা সমুহ ছাড়া আর কোন তথ্য নেই। উপ-কর কমিশনারের কার্যালয়ের পোর্টালের বারো অবস্থা দেখা যায়। এই পোর্টালে নোটিশ বোর্ড ছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি। শুল্ক ও আবগারী অফিসের পোর্টালে নোটিশ বোর্ড, অফিস প্রধান ও কর্মকর্তা/কর্মচারীদের তথ্য ছাড়া আর কিছুই নেই। জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারীর তথ্য ছাড়া আর কিছুই নেই। জেলা সঞ্চয় অফিসের পোর্টালে খবর ও ডিও সংক্রান্ত কোন তথ্য নেই। জেলা হিসাব রক্ষক অফিসের পোর্টালে নোটিশ বোর্ড, অফিস প্রধান ও কর্মকর্তা/কর্মচারীদের তথ্য ছাড়া আর কিছু পাওয়া যায়নি। জেলা নির্বাচন অফিসের পোর্টালে নোটিশ বোর্ড ও কর্মকর্তা/কর্মচারী ছাড়া আর কোন তথ্য নেই। জেলার প্রধান ডাকঘরের পোর্টলে অফিস প্রধান ও সেবা সংক্রান্ত কোন তথ্য নেই। আঞ্চলিক পাসপোর্ট অফিসের পোর্টালে নোটিশ বোর্ড,অফিস প্রধান,কর্মকর্তা/কর্মচারী ছাড়া আর কোন তথ্য নেই। বি,আর,টি,এ অফিসের পোর্টালে খবর,অফিস প্রধান ও যোগাযোগের তথ্য নেই। বিসিক অফিসের পোর্টালে খবর,সেবা সমূহ ও যোগাযোগের কোন তথ্য নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পোর্টালে অফিস প্রধান ও কর্মকর্তা/কর্মচারীদের তথ্য ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। উত্তরা ইপিজেডের পোর্টলে অফিস প্রধান ও ডিও সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের তথ্য বাতায়ন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প হতে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একাধিক বার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু এরপরও এসব অফিসের সাইটগুলো আপডেট করা হচ্ছে না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং সহজেই তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন নীলফামারী বাসী। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6120328831144817805

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item