বেলাইচন্ডী ইয়ং সোসাইটির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট


দ্বিতীয় ম্যাচে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ২-১ গোলে
নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমিকে হারিয়েছে 


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 দিনাজপুরের পাবর্তীপুরে  বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নােেমন্টের দ্বিতীয় দিনের খেলা  গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় দিনাজপুরের পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব   বনাম নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব জয় পেয়েছে। তারা (পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব) নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমিকে  ২-১ গোলে হারিয়েছে।
 খেলায় শুরুর ২০ মিনিটের মাথায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব প্রথম গোলটি করে। এ দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. আলমগীর দলের পক্ষে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্থের খেলা শুরুর ১০মিনিটে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. আলমগীর আরো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়।  খেলার শুরু থেকে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় গোল পরিশোধে নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমির দলের খেয়োয়াড়রা মরিয়া হয়ে উঠেন। দুই দলের খেলেয়াড়রাই একে অপরকে পাল্টাপাল্টি আক্রমন করে খেলতে থাকেন। খেলার শেষের প্রায় পাঁচ মিনিট আগে নওগাঁ ওয়েসিস ফুটবল একাডেমি খেলোয়াড়রা একটি গোল করতে সক্ষম হয়। এ দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিন দলের পক্ষে একমাত্র গোলটি করেন। পরবর্তীতে নওগাঁ ওয়েসিস ফুটবল একাডেমির খেলোয়াড়রা খেলার শেষ অবধি গোল পরিশোধের অপ্রাণ চেষ্টা চালিয়ে  গোল করতে ব্যর্থ হয়। ফলে পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ২-১ গোলে নওগাঁ ওয়েসিস ফুটবল একাডেমিকে পরজিত করে।
গতকাল টুর্ণামেন্টের  দ্বিতীয় দিনের খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন নীলফামারীর মো. রওশান। তাঁর সহকারি ছিলেন কৃষ্ণ রায় ও লেবু খান। আর বরাবরের মতো গতকালকেরও পুরো খেলাটির ধারা ভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মো. তইফুল ইসলাম তফু।
 টুর্ণামেন্টের গতকালকের দ্বিতীয় দিনের উত্তেজনাপূর্ণ খেলায় সৈয়দপুর, পাবর্তীপুর, বদরগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ক্রীড়ামোদী  দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
 আগামী ১৭ জানুয়ারী (শুক্রবার) টুর্ণামেন্টের তৃতীয় দিনের খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি ও বগুড়া সদরের রেইন ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 898516981003976025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item