বেলাইচন্ডী ইয়ং সোসাইটির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -সিরাজগঞ্জের জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি জয়ী

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা গতকাল সোমবার (২০জানুয়ারী) টুর্ণামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।  বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত খেলায় সিরাজগঞ্জের জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি ও রংপুরের  সান্তোষ স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
খেলায় সিরাজগঞ্জের জয়নাল আবেদীন তালুকদার  স্মৃতি ফুটবল একাডেমি  টাইব্রেকারে ৩ -২  গোলে রংপুরের সান্তোষ স্পোটিং ক্লাবকে হারিয়েছে।

যথারীতি  বিকেল ৩ টা ৫০ মিনিটে টুর্ণামেন্টের  প্রথম পর্যায়ের চতুর্থ ম্যাচটি শুরু হয়। আর খেলা শুরুর পর প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি সর্বপ্রথম একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়।
এ দলের  ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়  মো. আশিক দলের পক্ষে প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধের ২৭ মিনিটে জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমির খেলোয়াড়রা  আরও একটি গোল করেন।  দ্বিতীয় গোলটি করেন জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি  ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. আব্দুল্লাহ। এতে জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি  ২ - ০ গোলে এগিয়ে থাকে।  দ্বিতীয়ার্ধের খেলা শুরু পর  রংপুরের সান্তোষ স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা  অল্প সময়ে পর পর দুইটি গোলই পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ফলে নির্ধারিত সময়ে খেলা ২ - ২ গোলে অমীমাংসিত থাকে। এতে খেলাটি টাইব্রেকারে গড়ায়। আর টাইব্রেকারে জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি ৩ - ২ গোলে রংপুরের সান্তোষ স্পোটিং ক্লাবকে হারিয়ে দ্বিতীয় সেমিফাইনালে উঠেছে।
টুর্ণামেন্টের  গতকালকের চতুর্থ দিনের খেলাটি পরিচালনা করেন নীলফামারীর রেফারি গোবিন্দ রায়। আর সহকারি রেফারি ছিলেন মো. রওশন  ও  মো.  রোমেল।  পুরো খেলাটির ধারা ভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের  মো. তইফুল ইসলাম তফু। টুর্ণামেন্টের গতকালকের তৃতীয় দিনের উত্তেজনাপূর্ণ খেলায় নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের বদরগঞ্জ,তারাগঞ্জ  উপজেলার বিভিন্ন  এলাকার নানা বয়সী বিপুল সংখ্যক নারী পুরুষ ক্রীড়ামোদী  দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
 আগামী ২৪ জানুয়ারী (শুক্রবার) টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে সৈয়দপুর ফুটবল একাডেমি ও রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।
 দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি চতুর্থবারের মতো “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি ” শ্লোগানকে নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পার্বতীপুর ও সৈয়দপুরসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।  বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে  ওই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।                             

পুরোনো সংবাদ

দিনাজপুর 4482083852245218367

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item