জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন, ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসাবে নির্বাচিত হলেন, ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী।
তিনি ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সহধর্মীনি এবং বর্তমানে তিনি ডোমার ছোট রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে দায়ীত্ব পালন করছেন। জানা যায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনার উদ্যোগ গ্রহন করা হয়।
এতে গত ৯ডিসেম্বর নীলফামারী জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসাবে শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীকে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি হিসাবে, জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষিকা নাজিরা আখতার ডোমারে স্পন্দন আবৃতি, নৃত্য, সংগীত শিক্ষা কেন্দ্র ও নীলদীঘি খেলাঘরের সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করছেন। এ ছাড়াও স্কাউটের এএলটি, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে তিনি সমাজ গঠনে ব্যাপক ভুমিকা রাখছেন ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5631127742073037965

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item