পার্বতীপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 
দিনাজপুরের পার্বতীপুরে আমদানী নিষিদ্ধ ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নম্বর প্লার্টফর্ম থেকে একটি স্কুল ব্যাগের ভিতর লুকিয়ে রাখা ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নম্বর প্লাটফর্মের ২য় শ্রেনীর বিশ্রামাগারের সামনে থেকে একটি স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মুস্তাকিম বিল্লা ওরফে শান্ত (২২) কে হাতে নাতে গ্রেফতার করে। সে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আব্দুল হালিমের পুত্র। সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আশা আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলগুলো স্কুল ব্যাগে করে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের জন্য সে স্টেশনে অপেক্ষা করছিল।
এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7739135297547489205

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item