বেলাইচন্ডী ইয়ং সোসাইটির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সৈয়দপুর ফুটবল একাডেমি ফাইনালে


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা আজ শুক্রবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি ও রাজশাহী কিশোর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলায়  সৈয়দপুর ফুটবল একাডেমি ১- ০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
 টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি বিকেল ৩ টা ৫০ মিনিটে শুরু হয়। আর খেলার প্রথমার্ধে  উভয় দলই গোল করতে  ব্যর্থ হয়।  খেলার দ্বিতীয়ার্ধে শেষ মুর্হুতে সৈয়দপুর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একটি গোল করেন। দলের পক্ষে একমাত্র গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোর্শেদুল। এতে সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে থাকে। খেলায় শেষ অবধি রাজশাহী কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে গোল পরিশোধে ব্যর্থ হয়। ফলে সৈয়দপুর ফুটবল একাডেমি ১-০ গোলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। 
প্রসঙ্গত, এর আগে পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সৈয়দপুর ফুটবল একাডেমি তিন বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সৈয়দপুর ফুটবল একাডেমির টিম ম্যানেজার সুশান্ত কুমার রায় এবারও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
টুর্ণামেন্টের আজকের  প্রথম সেমিফাইনাল খেলাটি পরিচালনা করেন ঠাকুরগাঁওয়ের রেফারি মো. হাসানুজ্জামান বিপ্লব। আর সহকারি রেফারি ছিলেন ঠাকুরগাঁওয়ের মো. আলতাফুর আলীম ও  মো. দারুল ইসলাম।  পুরো খেলাটির ধারা ভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের  মো. তইফুল ইসলাম তফু। টুর্ণামেন্টের আজকের প্রথম সেমিফাইনালের  উত্তেজনাপূর্ণ খেলায় নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুরের পাবর্তীপুর, রংপুরের বদরগঞ্জ,তারাগঞ্জ উপজেলার বিভিন্ন  এলাকার নানা বয়সী বিপুল সংখ্যক নারী পুরুষ ক্রীড়ামোদী  দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
 আগামী ৩১ জানুয়ারী (শুক্রবার) টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের পার্বতীপুর ইয়ং স্টার ক্লাব ও সিরাজগঞ্জের জয়নাল আবেদীন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি  পরস্পরের মুখোমুখি হবে।
 দিনাজপুরের পাবর্তীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি চতুর্থবারের মতো “ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি ” শ্লোগানকে নিয়ে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। গত ৩ জানুয়ারী থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, বগুড়া, গোবিন্দগঞ্জ, পার্বতীপুর ও সৈয়দপুরসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। পার্বতীপুরের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।   
                                                                                        

পুরোনো সংবাদ

দিনাজপুর 5347748054838231886

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item