ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদযাপন কমিটির সভাপতি সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সম্বিলিত মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, সংগঠনের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল প্রমুখ।

১৫ দিন ব্যাপী এ মেলায় প্রায় ৬০টি দোকান রয়েছে। এর মধ্যে বিভিন্ন রকমের কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশী শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিল, ব্লেজার এর দোকান উল্লেখযোগ্য। এছাড়াও ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড ও জেলা এবং জেলার বাহিরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানমালা রয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5046163530983650066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item