ঠাকুরগাঁওয়ে পুরাতন কাঁপড়ের কেনা বেচার ধুম। বাইচ্ছা লন, দেইখা লন, মাত্র ৫০ টাকা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ঠাকুরগাঁও শহর সন্ধ্যা হলেই ঠান্ডা । এসব নিয়ে ঠাকুরগাঁওয়ে শীতের শুরুতেই জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকানগুলো। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এসব ভ্রাম্যমাণ কাপড়ের দোকানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে, ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে, পৌর হকার্স মার্কেটে, পুরাতন বাসস্ট্যান্ড ও গ্রামের বিভিন্ন হাট-বাজারের ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে বাহারি রঙের এসব শীতবস্ত্র বিক্রি করে ব্যবসায়ীরা। আর এসব কাপড় কিনতে আসনে নিম্নবিত্তের পাশাপাশি উচ্চবিত্তরাও।
কয়েকজন ব্যবসায়ী বলেন, কয়েক দিন ধরেই শহরের প্রায় সব দোকানে কম-বেশি শীতের কাপড় কেনাকাটা শুরু হয়ে গেছে। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ছোট-বড়দের জ্যাকেট, মাফলার, সোয়েটার, হাত মোজা, কোট, টুপি সবই মিলছে এসব দোকানে।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের প্রীতি গাঙ্গুলি রায় ৭ বছরের নাতির গরম কাপড় কিনতে এসেছেন শহরের বড় মাঠে। বিভিন্ন দোকান ঘুরে অবশেষে ৫০ টাকা দিয়ে একটি সুয়েটার ও দুইশ টাকা দিয়ে জ্যাকেট কিনলেন। তিনি বলেন, শীতের সঙ্গে সঙ্গে গরম কাপড়ের দামও বেড়ে যায়। তাই আগেভাগেই গরম কাপড় কিনতে বড়মাঠে এসেছেন তিনি।

বড়মাঠ এলাকার কাপড় ব্যবসায়ী ভুট্ট মিয়া বলেন, এখানে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের কাপড় পাওয়া যায়। বাজারে সব জিনিসের দাম একটু চড়া, তাই পুরোনো কাপড়ের দামও এবার কিছুটা বেড়েছে। আদালত চত্বরের কাপড় ব্যবসায়ী সলেমান আলী বলেন, সাধারণত বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের পুরনো ও পরিত্যক্ত এসব পোশাক তারা ঢাকা থেকে গাট হিসেবে কিনে আনেন। ১০-১২ হাজার টাকার একটি গাটে ৪৫০-৫০০ পিস গরম কাপড় থাকে। তবে এসব পোশাকের মধ্যে অনেক সময় খুবই ভালোমানের পোশাক পাওয়া যায়। পৌর হকার্স মার্কেটের গরম কাপড় ব্যবসায়ী মনির হোসেন জানান, এ বছর প্রথম থেকেই শীত শুরুহওয়ায় বেচা-বিক্রি অনেক ভালো। তার এখানে ১০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে শীতবস্ত্র পাওয়া যায়। এছাড়া ভ্যান গাড়িতে করে বিভিন্ন হাট বাজার ও শীতের পোশাক বিক্রি করা হচ্ছে। যুব সংসদ রোড এলাকায় শীতের পোশাক কিনতে আসা রিকশা চালক মোহাম্মদ আলী বলেন, অল্প দামে হামরা প্রতি বছর এইঠে থেকে শীতের কাপড় কিনি। শুধু নিজের জন্য নয়, দরিদ্র এসব মানুষ পরিবার ও পরিজনদের জন্যও এখান থেকে শীতের পোশাক কিনতে দেখা যায়।


পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3940370932509562868

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item