নীলফামারীতে টিসিবি’র ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৯ ডিসেম্বর॥ নীলফামারীতে পেঁয়াজের দাম কমছেই না।
পুরানো পেঁয়াজ ২০০ ও নতুন পেঁয়াজ ১৭০ টাকা কেজি চলছে বিভিন্ন বাজরে। এ অবস্থায় আজ সোমবার(৯ ডিসেম্বর) হতে নীলফামারীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) উদ্যোগে নীলফামারীতে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। দুপুরে শহরের ডিসি কার্যালয় চত্বরে টিসিবির এই পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।
টিসিবি ডিলার রহমতুল্ল¬াহ চুন্নু জানান, প্রতিদিন ১ টন করে আগামী চারদিন চারটন পেঁয়াজ বিক্রি করা হবে খোলা বাজারে। ৪৫টাকা কেজি দরে এখান থেকে কেনা যাবে। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলায় টিসিবির ডিলার রয়েছেন ২৫জন। প্রথম পর্যায়ে জেলা শহরেই এই পেঁয়াজ বিক্রি হবে।
অপর দিকে জেলা প্রশাসন সুত্র জানায়, বাজারে পেঁয়াজের দাম সহনশীল রাখতে বানিজ্য মন্ত্রনালয় হতে এ জেলার জন্য আরো ৫০ মেট্রিক টন পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রই এ পেঁয়াজ হাতে পাওয়া মাত্রই  নীলফামারী বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করা হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2761340320479403875

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item