সৈয়দপুরে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাগিচাপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান গত বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . .  রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে, ৫ মেয়ে, নাতি -নাতনি, অসংখ্যক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর  জানাজার নামাজ (বৃহস্পতিবার) বাদ জোহর নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। তাঁর  জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের কফিনে সৈয়দপুর উপজেলা প্রশাসন থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জাতীয় পতাকা দিয়ে বীর মুক্তিযোদ্ধার কফিন আচ্ছাদিত করে দেন ইউএনও। একইভাবে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে  মরহুমের কফিন আচ্ছাদিত করেন দেন।
 পরে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খানের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে গার্ড অব অনার প্রদান করেন।
 শেষে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী.মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক প্রমূখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4997088859895546248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item