সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
 নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শনিবার) বিকেলে শহরের পুরাতন বাবুপাড়াস্থ স্কুলের নিজস্ব ভবন চত্বরে ওই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে  ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু সভাপতিত্ব করেন।
  সমাবেশে আলোচনা অংশ নেয় অভিভাবক দন্ড চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান আসাদ, সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, এনজিও কর্মকর্তা মো. মনসুর রহমান, শিক্ষিকা রুমি প্রমূখ।
  উক্ত অভিভাবক সমাবেশ স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 সমাবেশে অভিভাবকরা তাদের বক্তব্যে সৈয়দপুর শহরের ইন্টারন্যাশনাল স্কুলের লেখাপড়ার সার্বিক পরিবেশ ও গুনগতমান নিয়ে সন্তষ্টি প্রকাশ এবং  ভূয়সী প্রশংসা করেন। পাশপাশি শিক্ষার্থীদের ক্লাসের লেখাপড়ার বিষয়ে শিক্ষকদের আরো বেশি যত্নশীল ও নজর দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
 অভিভাবকদের বক্তব্যের জবাবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু অভিভাবকদের স্কুল সময়ের বাইরে শিক্ষার্থীদের প্রতি নজর রাখার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে  সকল,অভিভাবক,স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য-সহযোগিতা কামনা করেন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3073533812043174033

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item