এবার মেয়েরাও সোনা জিতল আর্চারিতে


অনলাইন ডেস্ক



এবারের সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) অষ্টম দিন আর্চারিতে আরেকটি সোনা জিতেছে বাংলাদেশ। এবার সোনা এসেছে রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্ট থেকে।
রবিবার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিযোগীদের ৬-০ সেটে হারিয়ে সোনা জিতে নেয় বাংলাদেশ দল।

 এদিন এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কার প্রতিযোগীদের হারিয়েই সোনা জেতে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।
দুটি ইভেন্টের ফাইনালেই শ্রীলঙ্কার দলকে হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে চলতি আসরে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন দাঁড়াল ৯।
আরচারি থেকে আরও ৪টি স্বর্ণ জেতার সম্ভাবনা রয়েছে আজ।
যেখানে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা, মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে ইতি খাতুন, ছেলেদের কমপাউন্ড এককের ফাইনালে সোহেল রানা, মেয়েদের কমপাউন্ড এককের ফাইনালে লড়বেন সোমা বিশ্বাস।
এর আগে গত সাত দিনে আরও ৭টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা।
পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকারা। মাঝে তিনদিন স্বর্ণখরা থাকার পর গতকাল (শনিবার) ২টি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে, ফেন্সিং থেকেও আসে ১টি স্বর্ণ।

পুরোনো সংবাদ

খেলাধুলা 1469483505484612875

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item