পাগলাপীরে চলো স্বপ্ন ছুঁই’র শীতবস্ত্র বিতরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ “মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তারণায়” এই বাণীতে উজ্জ্বীবিত হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সহ বিভাগীয় শহর রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “চলো স্বপ্ন ছুঁই’র” উদ্যোগে পাগলাপীরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম আল কওমীয়া (বকশীপাড়া মাদ্রাসা) এতিমখানা লিল্লাহ্ বোডিং ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে সাম্প্রতি (২৬ডিসেম্বর ২০১৯ রোজ বৃহস্পতিবার দুপুরে) মাদ্রাসার রুমে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথী ছিলেন-পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথী পাগলাপীর স্কুল এন্ড কলেজ গভনিং বডির শিক্ষক প্রতিনিধি বদরুল আলম (সহকারী অধ্যাপক), গভনিং বডির অভিভাবক সদস্য কাজল মিয়া, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম। সভাপতিত্ব করেন- মাদ্রাসার সম্পাদক মোঃ আমির আলী, পরিচালনা করেন উক্ত সংগঠনের সম্মানিত সদস্য মেহেদী হাসান। সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন “চলো স্বপ্ন ছুঁই” এর সভাপতি মোঃ মুহতাসিম আবশাদ (জিসান), সাধারন সম্পাদক তানজিম আলম তা-সিন, সহ-সভাপতি মাহমুদ হাসান, যুগ্ন সাধারন সম্পাদক আবু সায়েম। প্রধান অতিথীর বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন স্বেচ্ছাসেবী সংগঠন “চলো স্বপ্ন ছুঁই’র সদস্যদের উদ্দেশ্যে বলেন-বাবা-মা, দাদা-দাদীর দেওয়া টিফিনের (নাস্তা খাওয়া) টাকা সঞ্চয় করে সহপাঠীদের সমন্বয়ে সংগঠনের মাধ্যমে যারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করছে, তারা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। এজন্য আমার পরিষদের পক্ষ থেকে তাদেরকে “মহান বিজয়ের” মাসে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সংগঠনটের উত্তোরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 571612023537249300

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item