পাগলাপীরে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে জবাবদিহিমূলক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাদ এশা ব্র্যাক অফিস সংলগ্ন মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটার জনগণ সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী মহলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাটি। এতে প্রধান অতিথী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথী সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রেয়াজ উদ্দিন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শওকত হোসেন যাদু’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশেষ অতিথী সংশ্লিষ্ট ওয়ার্ডের উপদেষ্টা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রঞ্জিনা আক্তার আদুরী, ইউপি সদস্য রোকুনুজ্জামান আকবার, আব্দুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউপির সচিব আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য লিয়াকত হোসেন, চান মিয়া, জাহাঙ্গীর হোসেন, দুলাল মিয়া, সিরাজুল ইসলাম, বিশিষ্ট্য শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক চৌধুরী, পাগলাপীর বড় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল খালেক, পাগলাপীর স্কুল ও কলেজের সদস্য আওয়ামীলীগ নেতা কাজল মিয়া, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম। উপস্থাপনা ও পরিচালনা করেন, আলহাজ্ব ডাঃ মোঃ সাহেব আলী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সম্পাদক বিশিষ্ট্য শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম মাস্টার। অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথীর বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, গ্রামীণ বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে রাস্তা-ঘাট আরসিসি পাঁকা করণ করে ইউনিয়নবাসীকে কাঁদামুক্ত করা হয়েছে। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্টিক লাইট স্থাপনের পাশাপাশি পল্লী বিদ্যুতের খুঁটিতে লাইট স্থাপন করে হরিদেবপুর ইউনিয়নকে আলোকিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের প্রত্যাশায় উপস্থিত সকলের কাছে দোয়া, আর্শিবাদ, সহযোগিতা ও ভোট চান তিনি। এর আগে অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে অভিনন্দন জানান তারই প্রিয় স্যার মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী, এর পর বাকী অতিথীবৃন্দদের ওয়ার্ডবাসীরা ফুল দিয়ে বরণ করে নেন।

পুরোনো সংবাদ

রংপুর 8258245507647786071

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item