রংপুর পবিস-২ এ বাপবি বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তরে রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র জিএম, জিএম, ডিজিএম(কারিগরি) ও এজিএম (সদস্য সেবা) গণের সাথে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (বাপবিবোর্ড) মেজর জেনারে মঈন উদ্দিন(অবঃ) এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুকবার বিকেলে রংপুর পবিস-২ এর বোর্ড সভা কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভাটি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথী বাপবিবোর্ডের চেয়ারম্যান মেজর জেনারে মঈন উদ্দিন(অবঃ) উপস্থিত সকল কর্মকর্তাগণকে লাইন নির্মাণ কাজের অগ্রগতি, শতভাগ উপজেলা বিদ্যুতায়ন, শিল্প সংযোগ, সেচ সংযোগ, সৌর বিদ্যুতের মাধমে কৃষি সেচ, অফগ্রীড, সিস্টেম লস, দূর্নীতি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষ” কে সেবা বর্ষ হিসেবে পালনে তৎপর হওয়ার গুরুত্ব আরোপ করেন এবং কার্যক্রমসমূহ বাস্তবায়নে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন তিনি। রংপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জোনের তত্ত্বাবধায় প্রকৌশলী এবি মাহমুদ হাসান চেয়ারম্যানের পি.এস মোঃ মইনুল হাসান সহ জোনের আওতাধীন সিনিয়র জিএম, জিএম, ডিজিএম(কারিগরি) ও এজিএম (সদস্য সেবা) সহ উর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ। 

পুরোনো সংবাদ

রংপুর 3216662343504960122

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item