পাগলাপীরে সোনার বাংলা তরুণ সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিবেপুর ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে সোনার বাংলা তরুণ সংঘের ব্যবস্থাপনায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার শেষ বিকেলে লাহিড়ীরহাট শ্যামপুর সড়ক সংলগ্ন পাগলাপীরের চেয়ারম্যানপাড়া মোড়ে খেলার মাঠে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক-জাতীয় পার্টির হরিদেবপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলাম।
আওয়ামীলীগ সদর উপজেলার সাধারন সম্পাদক একেএম হালিমুল হক (সহকারী অধ্যাপক) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, সভাপতি মোঃ হুমায়ুন কবীর, বিশেষ অতিথী হরিদেবপুর ইউনিয়ন সভাপতি একরামুল হক, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক পরেশ চন্দ্র রাউৎ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র সরকার, রংপুর উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আব্দুর রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, খলেয়ার ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম তুফান, চন্দনপাটের মহিলা ইউপি সদস্য তারা বানু, হরিদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক এজাজুল ইসলাম রাজু। সোনার বাংলা তরুণ সংঘের সভাপতি ওসমান গণি, সাধারন সম্পাদক শিমুল আহম্মেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিকে শামীম বাবু’র উপস্থাপনায় ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথী হরিদেবপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা এসকেন, দুলু মিয়া, জাতীয় পার্টির নেতা ফারুক হোসেন, নয়া মিয়া, সমাজসেবক সাদ্দাম হোসেন, সোনার বাংলা তরুণ সংঘের ক্রিড়া সম্পাদক মিটুল বাবু, সদস্য রায়হান বাবু, রিয়াদ, মিটুল সরকার। প্রধান অতিথী বক্তব্যে মোঃ মফিজল ইসলাম জর্দ্দা শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সেই  সঙ্গে আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত সকল ভোটার জনগণের কাছে দোয়া-আর্শিবাদ সহযোগিতা ও ভোট চান তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 5268581923927210405

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item