কুড়িগ্রামে দুধকুমার নদে দ্রুত ড্রেজিংয়ের দাবীতে মানববন্ধন

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে দুধকুমার নদে দ্রুত ড্রেজিংয়ের দাবীতে মানববন্ধন করেছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষ।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর ধাউরার কুটি এবং নাগেশ্বরীর চর দামালগ্রাম এলাকায় দুধকুমারের তীরে এ মানববন্ধনে হাজারও মানুষ অংশ নেয়। এ সময় আন্ধারীঝাড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইয়াকুব আলী বাবলু মাস্টার, মোজাম্মেল হক দুদু মাস্টার, হাবিবুর রহমান মাস্টার, ডা. শামীম হোসেন, হাসিনুর জামান মন্ডল হাসান প্রমূখ।
বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যায়, সোনাহাট থেকে নুনখাওয়া পর্যন্ত দুধকুমার নদের তলদেশ ড্রেজিং করার প্রকল্প পাশ হয়েছে এবং এ কাজ করতে দুটি ড্রেজিং ম্যাশিনসহ জাহাজ প্রায় সাত মাস আগে ওই এলাকায় নোঙ্গর করেছে। কিন্তু তারা কোন কাজ করছে না। পরে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহনের দুধকুমার নদের ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালকের মাধ্যমে ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন মানববন্ধন কারীরা।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 3391232777109667387

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item