সরকারী স্কুল মাঠে অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করায় নৈশ্য প্রহরিসহ ছয়জনকে পিটিয়ে জখম

শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী)  সংবাদদাতাঃ  সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন অবৈধ কর্মকান্ড করার প্রতিবাদ করায় স্কুলের নৈশ্য প্রহরিসহ ছয়জনকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে দুষ্কৃতিকারীরা।
ঘটনা টি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গদা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

এ ঘটনায় গদা গ্রামের মৃত আব্দার রহমানের ছেলে মোক্তারুল মিয়া,জাহাঙ্গীর মিয়া,জামিয়ার সহ ছয়জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দিয়েছেন গদা সঃপ্রাবি নৈশ্য প্রহরি সুরাইজ মিয়া।

লিখিত এজাহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা সঃপ্রাবি মাঠে কয়েকজন দুষ্কৃতিকারীরা বেশকিছু দিন থেকে রাতের আধাঁরে স্কুল মাঠে বসে বিভিন্ন অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এর প্রতিবাদ করায় দুষ্কৃতিকারীরা নৈশ্য প্রহরিকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। বিষয়টি ঐ নৈশ্য প্রহরি গতকাল বৃহঃপতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশিদা বেগমকে জানালে দুষ্কৃতিকারীরা নৈশ্য প্রহরি সুরাজ মিয়া কে মারধর শুরু করে। খবর পেয়ে সুরাইজের বাবা আব্দুল হামিদ (৬৯) মাতা কদবানু বেগম(৫০), স্ত্রী মিতু আক্তার (২৫), ভাগিনি মুনমুন আক্তার সহ(১৪),চাচী মোর্সেদা বেগম (৪৫) খবর পেয়ে এগিয়ে আসলে তাদেরকে ও  পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্ত্বব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আক্তার জানান স্কুলের প্রধান শিক্ষক মুঠো ফোনে বিষয়টি জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এম হারুন অর রশিদ বলেন নৈশ্য প্রহরি সুরাজ মিয়া ছয়জনকে আসামী করে থানায় এজহার দিয়েছে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1909853064099802895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item