জলঢাকায় আত্বকর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় যুবকদে আত্বকর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের
(উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্প) প্রকল্প পরিচালক আব্দুর রেজ্জাক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের
উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের সহকারি প্রকল্প পরিচালক আব্দুর রউফ শাহ, জেলা সহকারি পরিচালক আলী আর রেজা ও সহকারি পরিচালক সামশুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ যুব শক্তি গড়ে তোলার প্রতি আহবান জানান। দিনব্যাপী কর্মশালায় শতাধিক বেকার যুব অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 186560044017360329

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item