জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
এরপর শহীদদের স্বরণে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা পুস্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমাণ্ডার হামিদুর রহমান, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এদিকে সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6676096258240925300

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item