ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন ডাক্তার যোগদান।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন নতুন ডাক্তার যোগদান করেছে।
উপজেলার প্রায় ৩লক্ষ মানুষের জন্য মাত্র ৩জন ডাক্তার দিয়ে চলছিল কার্যক্রম।
এতে করে ডাক্তারের ভীষন বেগ পেতে হয়। গত ১২ ডিসেম্বর সেখানে নতুন নিয়োগ পাপ্ত ১৫জন ডাক্তার আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইব্রাহীম এর কাছে যোগদান করেন। তারা হলেন, মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা সুলতানা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ডাঃ তৃতীয় সরকার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ডাঃ তাজতী আরেফা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), সহকারী সার্জন ডাঃ রুখসানা আফরোজ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এ্যানেসথেসিয়া), ডাঃ রুবিনা আফরোজ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডেন্টাল), ডাঃ তাবাসুম মাহাজাবীন (চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ অসীম রায় চৌধুরী (গোমনাতী উপ-স্বাস্থ্য কেন্দ্র),ডাঃ রোখসানা আফরোজ (বামুনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ তানভীর জোহা (মির্জাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ এসএম রবিউল ইসলাম (পাঙ্গা মটুকপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ এসএম তৌহিদ হাসান (ডোমার উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ সুবেদ চক্রবর্তী (সোনারায় উপ-স্বাস্থ্য কেন্দ্র) ডাঃ জাহিদুল কবির (হরিণচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ আবুল আলা (কেতকীবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডাঃ কাজী সারহান রিমো (বোড়াগাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র)। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বারী জানান, ১৫জন ডাক্তার গত ১২ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রনালয়ে নিয়োগ প্রাপ্ত হয়। আজ আনুষ্ঠানিক ভাবে আমরা নতুন অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিলাম। ১৭ তারিখ থেকে তারা তাদের নিজ কেন্দ্রে কার্যক্রম শুরু করবেন। বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর উপজেলার মানুষ নিয়মিত উন্নত সেবা পাবে বলে তিনি আশা করেন।   

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5958680104410211979

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item