নানা কর্মসূচীর মধ্য দিয়ে ফুলবাড়ীতে বিজয় দিবস পালন ॥

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০১৯ পালিত হয়েছে ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদর্যাপন উপলক্ষে ফুলবাড়ী সরকারী কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,মোঃ আতাউর রহমান মিল্টন এর নেতৃত্বে উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সহকারী পুলিশ সুপার মিঞা আসিস বীন হাসান এর নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশ, শহীদ বেদীতে পুষ্প অর্পনের পর একে একে শহীদ বেদীতে পুষ্প অর্পন করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ,প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি,সরকারী কলেজ,সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠন। সূর্যদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রসাশন এর আয়োজনে কুচকাওয়াজ,শারীরিক কসরত,ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী  ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5888507707332701578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item