বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজানুল হক চোধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মশিয়ার রহমান,  ডিমলা (নীলফামারী)প্রতিনিধি:-


নীলফামারী জেলার ডিমলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজানুল হক চৌধুরী (৬৮) ৬ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজানুল হক চৌধুরী ১৯৭১ সালে ৬নং সেক্টরের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর মুক্তিযুদ্ধ শেষে তিনি নিজ উপজেলার ছাতনাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিযুক্ত হয়ে প্রায় ৩০ বছরকাল শিক্ষকতা করেন।
 শুক্রবার বাদ আসর  হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের জানাজা নামাজ পশ্চিম ছাতনাই ইউনিয়নের "ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের পূর্বে মরহুমের প্রতি শ্রদ্ধান্জলী অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ডিমলা উপজেলা প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জাসদ এর জেলা নেতৃবৃন্দ।
এরপর রাষ্টীয় নিয়মানুসারে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডিমলা থানা পুলিশের একটি চৌকশ দল।
এসময় উপস্থিত থেকে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি), নুর-ই-আলম ছিদ্দিকী  জেলা পরিষদ চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  সহিদুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল,
ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা জনাব নুর-নবী, আলহাজ্ব লুৎফর রহমান (সাধারণ সম্পাদক পশ্চিম ছাতনাই হাজি-কল্যাণ পরিষদ), জনাব দিলীপ রায় (সাধারণ সম্পাদক-জাসদ) ও ডিমলা থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ প্রমুখ। জানাজা নামাজ শেষে মরহুমের আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
 পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5198607824098204856

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item