ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সারে ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে বোড়াগাড়ী-খোকসার ঘাট, ডিমলা  (জেড-৫০৫৪) সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। কাজটির ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ-উদ্বোধন করেন নীলফামারী-১ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকা এম.পি।

সোমবার (৩০-ডিসেম্বর) সকালে ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নীলফামারী জেলার সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল কবির। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

আলোচনায় প্রধান অতিথি সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, সারা দেশের উন্নয়নের সাথে ডোমার-ডিমলা’র একটি জনবহুল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হলো। এ কাজটি সম্পর্ন হলে ডোমার-ডিমলা তথা নীলফামারী জেলা শহর যাতায়াত খুব সহজ এবং কম সময় লাগবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7714592839712341346

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item