ডিমলায় বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যায়ে ইমাম, কাজী, পুরোহিত ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭-ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১’শত ৩০ জন নিকাহ রেজিষ্ট্রার (কাজী), ইমাম, পুরোহিত ও ইউপি চেয়ারম্যান এতে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী।

এসময় কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট এর উপজেলা সমন্বয়কারী নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দীকা, ডিমলা থানার ওসি-তদন্ত সোহেল রানা, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট ইউনিয়ন সমন্বয়কারী মনছুরা মনা, জয়া মজুমদার, ও উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সহকারী রোকনুজ্জামান রোকন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বাল্যবিবাহসহ অন্যান্য সহিংসতার কুফল সম্পর্কে আলোচনান্তে বাল্যবিবাহ রোধ করার জন্য সচেতনতার ব্যাপারে প্রশাসনিক পরামর্শ মূলক বিষয়ে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করেন।

সেই সাথে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে উপস্থিত নিকাহ রেজিষ্ট্রার (কাজী), ইমাম ও পুরোহিতদের বাল্যবিবাহের নিকাহ রেজিষ্ট্রার না করতে ব্যাপক সতর্ক প্রদান করে শপথ বাক্য পাঠ করান।

পুরোনো সংবাদ

নীলফামারী 5173500915352369893

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item