প্রতিবন্ধী কিশোরী পেল ল্যাপটপসহ ৫০ হাজার টাকা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিবন্ধী মমতাজ আক্তার মুন্নিকে ল্যাপটপ দিয়েছে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩, এলজিএসপি-৩। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বানিয়াপাড়ার মৃত. মোজাম্মেল হকের মেয়ে।
বুধবার(২৭ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তার হাতে ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বক্তব্য দেন।
আইসঢাল খিয়ারপাড়া আলিম এন্ড ভোকেশনাল মাদরাসা থেকে ২০১৮ সালে জিপিএ-৪.৭৯ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয় মুন্নি। চলতি বছর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ক¤িপউটার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় সে।
ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন জানান, জন্মগত সে প্রতিবন্ধী। দুই হাত দিয়ে কিছুই করতে পারে না। দ্বিতীয় শ্রেণীতে পড়াবস্থায় বাবা মারা যায় তার।
অভাবের সংসারে মাহমুদা বেগম বাড়িতে সেলাই এর কাজ করে সংসার চালান। তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছে মেয়েটি। ব্যক্তিগত এবং পরিষদের পক্ষ থেকে তার প্রতি সহানুভুতি থাকবে সব সময়।
মমতাজ আক্তার মুন্নি বলেন, আমি একজন প্রকৌশলী হতে চাই। আমি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, পড়াশোনার জন্য ল্যাপটপটি খুব জরুরী ছিল। এ জন্য কৃতজ্ঞতা জানাই আমার পাশে দাঁড়ানোর জন্য। এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইউনিয়ন পরিষদে বরাদ্দ থাকা এলজিএসপির মানব কল্যাল তহবিল থেকে এটির ব্যবস্থা করা হয়েছে। যাতে মেয়েটি শিক্ষাজীবনে এর ব্যবহার করতে পারেন।
মেয়েটির পড়াশোনা চালিয়ে নিতে জেলা প্রশাসক ২০ হাজার, জেলা পরিষদ ২০ হাজার এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম দশ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ৫০ হাজার টাকা এফডিআর করে রাখা হবে তার নামে। এখানকার লভ্যাংস সে কাজে ব্যবহার করবে। এছাড়াও দুর্যোগ সহনীয় একটি ঘর দেয়ার ব্যবস্থা থাকবে জেলা প্রশাসন থেকে। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3584608966291276383

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item