সৈয়দপুরে প্রধান শিক্ষক শামসুল আলমের পিতার ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর শহরের রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের পিতা হুসাইন গত সোমবার ভোরে বানিয়াপাড়াস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।
গতকালই বাদ জোহর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর নামাজে জানাজায় সৈয়দপুর শহরের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক অংশ নেয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজ,সাধারণ সম্পাদক মো. মেহতাব-উল-সহিদ কামাল, যুগ্ম -সাধারণ সম্পাদক শিউলি সুলতান, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান চৌধুরী, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রহমান খান শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
 উল্লেখ্য, মরহুম হুসাইন ছিলেন  সাংবাদিক এম. ওমর ফারুকের শ্বশুর।

পুরোনো সংবাদ

নীলফামারী 119312765582972594

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item