পীরগাছায় ৪৫ টাকা কেজিতে টিসিবি'র পেঁয়াজ নিতে মানুষের ভীড়

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে ৪৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
আর পেঁয়াজ কিনতে সাধারন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে।  রোববার সকালে পীরগাছা উপজেলার টিসিবি’র ডিলার নাসির উদ্দিন এক টন পেঁয়াজ পিকআপ ভ্যানে নিয়ে থানা চত্ত্বর, ইংউনিয়ন পরিষদ গেট, উপজেলা গেট, রেল ষ্টেশন, পাকারমাথা, কদমতলা, চন্ডিপুরসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৪৫ টাকা দওে বিক্রি করেন। এসময় মানুষের ভীড় সামলাতে পীরগাছা থানা পুলিশকেও দেখা গেছে। তবে অনেক ক্রেতা আগ্রহ নিয়ে আসলেও পেঁয়াজ কিনতে পারেনি। হতাশ হয়ে ফিরে গেছে।
উপজেলা সদরে পেঁয়াজ কিনতে আসা ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে আসলাম কিন্তু এসে দেখি অনেক ভীড়। হুড়োহুড়ি করেও নিতে পারিনি।
আরেক গৃহিনী মরিয়ম বেগম এক কেজি পেঁয়াজ পেয়ে বেশ খুশি। তিনি বলেন, দৌড়ে এসে সবার আগে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে পেরেছি। অনেক দিন পর ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনে ভাল লাগছে। আব্দুল লতিফ খাঁজা নামে এক ক্রেতা বলেন, পরিমানে কম হওয়ায় আমরা কিনতে পারিনি। তবে প্রতিদিন পীরগাছার জন্য বেশি বরাদ্দ দেওয়ার দাবি জানান।

পুরোনো সংবাদ

রংপুর 2584467067478031703

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item