পাগলাপীরে আলোর পথে বিদ্যা নিকেতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে র‌্যালী ও সভা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে ও ধর্মীয় ভাবগম্ভয্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের হরকলির ঝাড়পাড়ায় আলোর পথে সনাতন ধর্মীয় বিদ্যা নিকেতনের দ্বিতীয় তম বর্ষপূর্তি। এ উপলক্ষ্যে গত রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উল্লেখ্যযোগ্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী হরকলি ঝাড়পাড়া হয়ে পাগলাপীর  বন্দর দিয়ে কোতয়ালী থানা হয়ে পূণরায় ঝাড়পাড়ায় এসে শেষ হয়।
দুপুর ১২টায় ঝাড়পাড়া হরিমন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, কবিতা আবৃতি, ছড়া প্রতিযোগিতা, দুপুর ২টায় ভোজন, নিতাঙ্গ ও কুইজ প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণী এবং সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রহিমা বেগম, বিশিষ্ট্য কাপড় ব্যবসায়ী আওমীলীগ নেতা হৃদয় চন্দ্র রায় ও দৈনিক সাইফ পত্রিকার পাগলাপীর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিম। হরিদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় রায় এর সভাপতিত্বে উক্ত ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন, প্রধান আলোচক শ্রী শ্রী আচার্য্যপাদ ত্রি-দন্ডী ভিক্ষু শ্রীমদ্ভক্তি বিজয় স্বামী মহারাজ(শ্রী শ্রী রাধা গীরিধারী গৌড়িয় মঠ, পলাশবাড়ি, গাইবান্ধা), দ্বিতীয় আলোচক শ্রী শ্রী অরুণ জ্যেতি, বি.এ অনার্স, এম.এ ইংরেজী সাহিত্য (প্রতিষ্ঠাত পরিচালক, বৈদিক সংঘ ও মট, হাটকড়ই নন্দিগ্রাম, বগুড়া), তৃতীয় আলোচক শ্রী নরেন্দ্র নাথ মহন্ত  (গৌড়িয় সংঘ, বগুড়া)। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন, আলোর পথে সনাতন ধর্মীয় বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী অনিল চন্দ্র রায় (নারু ভিক্ষুক) ও সহকারী পরিচালক শ্রী শ্যামল চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন উক্ত বিদ্যা নিকেতনের আগামী দিনের সুন্দর পথ চলা কামনা করে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করে।

পুরোনো সংবাদ

রংপুর 1987574404507803951

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item