পাগলাপীরে জাতীয় পার্টির নেতা মফিজলের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদের আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির হরিদেবপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলামের সমর্থনে পাগলাপীরের মহাদেবপুর চেয়ারম্যানপাড়ার ভোটার জনগণের ডাকে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ এশা চেয়ারম্যান পাড়ার বাসিন্দা শাহিনের বাড়ি সংলগ্ন মাঠে  বিপুল সংখ্যক তরুণ-যুবক সহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভোটার জনসাধারণের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উঠান বৈঠকটি। উক্ত উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পাগলাপীর স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি জেলা জাতীয় পার্টির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট্য চিকিৎসক আলহাজ্ব ডাঃ মোঃ এখলাছ  উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন লিখন, জাতীয় পার্টির নেতা ইলিয়াছ আলী মেম্বার, আজিজুল ইসলাম ঘোটো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, পাগলাপীর স্কুল ও কলেজের সাবেক সদস্য নুরুজ্জামান  লাজু, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান পাড়ার বাসিন্দা বিএস শাহিনুর রহমান, আব্দুল মজিদ, মশিয়ার রহমান, জিয়াউর রহমান জিয়া, শিমু মিয়া, নুর ইসলাম কাসাই, পাগলাপীর (রহঃ) মাজার শরীফের খাদেম ফারুক হোসেন ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মফিজল ইসলাম। সভাপতিত্ব করেন, মোঃ রাজা মিয়া, পরিচালনা করেন, তারিকুল ইসলাম মাস্টার ও গানলোড ব্যবসায়ী তরিকুল। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাগলাপীর (রহঃ) এর মাজার কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল অহেদ আলী, রংপুর পবিস-২ এর সাবেক সভাপতি মশিয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, আবুল কালাম, আবুল হোসেন মেম্বার, শাহিদুল খোকন, দুলাল মিয়া, সোনা বাবু, ব্যবসায়ী মোতালেব হোসেন ও জাতীয় পার্টির নেতা শফিউর রহমান তুহিন। অনুষ্ঠিত উঠান বৈঠকে জাতীয় পার্টির নেতা বিশিষ্ট শিল্পপতী মোঃ মফিজল ইসলাম আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে উপস্থিত সকল ভোটার জনগণের কাছে দোয়া ও সহযোগিতা চান। উল্লেখ্য হরিদেবপুর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন ২০১৫ইং সালের ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। আগামী ২-৩ মাস জানুয়ারি-ফেব্রæয়ারি মাসের মধ্যে তফসীল ঘোষণা হতে পারে বলে আশা করা যাচ্ছে। 

পুরোনো সংবাদ

রংপুর 510108386773261746

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item