পাগলাপীরে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে জনগনের প্রাপ্ত ও প্রাপ্তি বিষয়ক ওয়ার্ড সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে জনগন প্রাপ্ত ও প্রাপ্তি বিষয়ক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৩টায় ৬ নং ওয়ার্ড মহাদেবপুরের বাসিন্দা ছাইফুল ইসলামের উঠানে ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় উক্ত ওয়ার্ড সভাটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ইউপির সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রহিমা বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জিনা আক্তার আদুরী, ইউপি সদস্য রোকুনুজ্জামান আকবর, লিয়াকত হোসেন, শওকত হোসেন যাদু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু বক্কর সিদ্দীক, আওয়ামীলীগ নেতা কালাম মিয়া, বুলু চন্দ্র রাউথ, সমাজ সেবক আফজালুল হক,বাবুর আলী ,পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার জনগন সহ বিশিষ্ট জনরা। অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ইউনিয়নের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন  দায়িত্ব গ্রহনের পৌনে ৫ বছরে এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ,মাদ্রাসা, মসজিদ-মন্দির, মন্ডব, হাট-বাজার সহ গুরুত্বপূর্ন স্থানে  ষ্টিক লাইট স্থাপন করে দিবারাত্রী মানুষ জনের চলাচলে সুব্যবস্থা করেছি। রাস্তাঘাট পাকা করে কাঁদা মুক্ত করেছি ইউনিয়ন বাসীকে। ইউনিয়নের প্রান কেন্দ্র পাগলাপীর বন্দরের গোলচত্তরে সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কর্মকান্ড অনেকাংশ কমেছে। আশা করি খুব শিঘ্রই ইউনিয়নের পাঁনবাজার, সিবেরবাজার, পরিষদের বাজার, হরকলির হাট ও প্রান কেন্দ্র পাগলাপীর বন্দরের বিভিন্ন সড়কের মোড়ে গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ  মুক্ত ইউনিয়ন করা হবে। মাদক জুয়া বন্ধে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি অল্প কিছুদিনের মধ্যে হরিদেবপুর ইউনিয়নকে মাদক জুয়া মুক্ত ঘোষনা করা  হবে। এছাড়া সরকারের দেওয়া গ্রামীন অবহাঠামো উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প যথারীতি বাস্তবায়নের কারনে আজ হরিদেবপুর ইউনিয়ন আলোকিত হয়েছে। সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রশাসনের আন্তরিকতা এবং অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দের ন্যায় নিষ্ঠা ও সার্বিক সহযোগীতার কারনে। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র  প্রার্থী হিসেবে অংশগ্রহনের লক্ষ্যে উপস্থিত সকল ভোটার জনগনের কাছে দোয়া আর্শিবাদ ও ভোট চান তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 6692042754841269388

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item