নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ প্রতিপাদ্যে নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ/২০১৯ শুরু হয়েছে।বুধবার(৬ নভেম্বর) বেলা ১১টায় নীলফামারী ফায়ার স্টেশনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। স্টেশন অফিসার রিফাত আল মামুনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী পরিচালক এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেলায় চলতি বছর ১০৯টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ১০২জন আর নিহত হয়েছেন ৮জন ব্যক্তি। এছাড়া চলতি বছর ৬৩৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং উদ্ধার করা হয় সাড়ে আট কোটি টাকার সম্পদ।
পরে অগ্নি নির্বাপনে প্রস্তুতি এবং প্রাণহানী রক্ষায় বিশেষ মহড়া প্রদর্শণ করেন নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, ৬নভেম্বর থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিস সপ্তাহ শেষ হবে আগামী ১২নভেম্বর। প্রচারাভিযান, সমাবেশ, মহড়া প্রদর্শন ছাড়াও যান্ত্রিক র‌্যালি করা হবে কর্মসুচীর অংশ হিসেবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 4328697284602817425

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item