জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির উপর ২দিনব্যাপী প্রদর্শণীর উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক ২দিনব্যাপী সেমিনার ও প্রদর্শণী নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে। এ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ উন্মুক্ত চত্বরে এ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় তিনি, লোকাল উদ্দ্যোক্তা সৃষ্টির জন্য বিসিএসআইআরের বিপনন ব্যবস্থা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌছানোর আহবান জানান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এতে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জ্বালানী গবেষনা ও উন্নয়ন ইনিস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী আবুল কাশেম, সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক, সিনিয়র  সায়েন্টিফিক অফিসার ড.সাইফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন জ্বালানী গবেষনা ও উন্নয়ন ইনিস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক জন লিটন মূন্সী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মাহবুববর রহমান, সাগিরুল ইসলাম, সায়েন্টিফিক অফিসার মাহফুজুল হাসান, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক। প্রদর্শণীতে উপজেলার ২৪টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত লাগসই প্রযুক্তি স্টলে স্টলে প্রদর্শণ করেন। সেমিনার ও প্রদর্শণী বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও বাাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষনা পরিষদ। শেষে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী স্টল পরিদর্শন করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8299932411596656495

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item