ডোমারে দেওনাই নদী পুণঃখননের কাজ শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ নভেম্বর॥ নীলফামারীর ডোমার উপজেলায় দেওনাই নদী পুণঃখনের কাজ শুরু হয়েছে।
আজ বুধবার(১৩ নভেম্বর) উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি গ্রামের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ওই খনন কাজের উদ্বোধন করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুল হক জানান, উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে নদীর উৎপত্তিস্থল থেকে জলঢাকা উপজেলার ধর্মপাল পর্যন্ত ৩০ কিলোমিটার পুণঃখননের কাজ হবে। ওই কাজে বরাদ্দ রয়েছে ২৬ কোটি টাকা। #

পুরোনো সংবাদ

নীলফামারী 4158909951923147342

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item