ডোমারে লবন সংকটের গুজবে কান না দিতে মাইকিং ,আটক ৫

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-ঃ নীলফামারীর ডোমারে আজ মংগলবার বিকালে অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে পাচঁ ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ ।গুজবে কান না দিতে মাইকিং চলছে উপজেলায় ।
অপরদিকে অধিক মূল্যে লবন বিক্রি করার দায়ে ৫ জনকে আটক করা হয়েছে।এরা হল ডোমার পৌরসভা ১ নং ওয়ার্ডের কলেজ পাড়ার ১/  মৃত মজিবর রহমানের পুত্র আনোয়ার হোসেন (৫৫) (আনোয়ার ষ্টোর ), ২/ ছোটরাউতা মৃত নিমাই মালাকারের পুত্র মংগল মালাকার(৫০) ( মালাকার ষ্টোর) ৩/ ছোটরাউতার দুলাল কর্মকারের পুত্র  চঞ্চল কর্মকার (২৫) (দুলাল ষ্টোর ) ৪/ মৃত হোসেন আলীর পুত্র রুবেল ইসলাম ৫/ আকবর আলীর পুত্র আজগর আলী।
জনৈক ক্রেতা  জানান, মাইগঞ্জ বাজার থেকে দেড় কেজি লবন ৬০ /টাকা ,খোলা লবন আড়াই কেজি ৮০/ টাকা নিয়েছে ।দাম আরো বাড়বে শুনে বেশী দামে লবন কিনেছি ।
আটক ব্যবসায়ী পরিবার জানায়, লবনের প্যাকেটে মুল্য ৩৮ টাকা ।খুচরা না থাকায় ৪০ টাকা নিয়েছি ।তারাই নাকী অভিযোগ করেছে ।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান,লবন অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে । মোবাইল কোর্টে বিচারের প্রক্রিয়া চলছে ।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী  অফিসার উম্মে ফাতিমা জানান, গুজবে কান না দেওয়ার জন্য সারা উপজেলায় মাইকিং চলছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5979143830296075091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item