জিনের বাদশা বলছি...

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ ১ হাজার টাকা প্রদান করলে পাওয়া যাবে ১ লক্ষ টাকা।
কথিত জিনের বাদশাহর খপ্পরে পড়ে এমনই প্রতারনার  শিকার হয়ে ৩০ হাজার টাকা খুইয়েছে নীলফামারী জেলার ডোমার উপজেলার  চিলাহাটির পূর্ব খানকাপাড়া এলাকার ভ্যান চালক রবিউল ইসলামের পুত্র বেলাল হোসেন (২৮)। গতকাল সোমবার (২৫শে নভেস্বর)  বিকেলের দিকে ঘটনাটি ঘটে।প্রতারনার শিকার বেলাল হোসেন জানায় কথিত জিনের বাদশাহ্ মোবাইল ফোনে রিং করে “ জিনের বাদশা বলছি” দিয়ে কথা শুরু করে।
বিভিন্ন সুমধুর কথা শেষে তাকে জানায়,৩০ হাজার টাকা দিলে জিনের বাদশাহ্ সঙ্গে সঙ্গে ৬০ লক্ষ টাকা প্রদান করবে । তবে এ বিষয়ে কাউকে জানালে তার মৃত্যু অনিবার্য। দিনমজুর বেলাল কথাটি অতিগোপনে রেখে চিলাহাটি বাজারের চৌরাস্তার মোড়ের একটি দোকানে গিয়ে একটি নাম্বারে ৩০ হাজার টাকা প্রদান করে এবং দোকানদারকে টাকা দিচ্ছি বলে দাড়িয়ে থাকেন। পূর্বের পরিচিত থাকায় দোকানদার তাকে কিছু না বলে শুধু ৩০ হাজার টাকা প্রদানের জন্য চাপ দেন। কিন্তু সেই সময় বেলাল হোসেনের কাছে এক কাপ চা খাওয়ারও টাকা ছিল না। বেলাল বলেন, এখনি আমার নামে আপনার মোবাইলে ৩০ লক্ষ টাকা আসবে। সেই টাকা আসলেই আপনার টাকা কেটে নিবেন।দোকানদার তার এই ঘটনাটি টের পেয়ে বেলালকে আটক করে তার পরিবারকে খবর দেন। কিন্তু বিধিবাম যে নাম্বারে ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছিল সেই নাম্বারটিও বন্ধ হয়ে যায়। অবশেষে তার পরিবারের লোকজন ৩০ হাজার টাকা প্রদানের জন্য ১০দিনের সময় নিয়ে বেলালকে ছাড়িয়ে নিয়ে আসেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3796868857179495329

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item