ডোমারে ৪ গাঁজাখোর আটক, ভ্রাম্যামান আদালতে ৩মাসের জেল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৪ গাঁজাখোরকে আটক করেছে থানা পুলিশ, ভ্রাম্যমান আদালতে ৩মাসের জেল। বৃহস্পতিবার (২১নভেম্বর) রাত ১০টায় ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র রায়, এএসআই ফারুকসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান কালে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের একটি বাড়ী থেকে গাঁজা সেবন কালে ৪ জনকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ এর ৩৬ (১)/২১ ধারা মোতাবেক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ চিকমমাটি ৩নং ওয়ার্ডের বায়জিত হাচানের ছেলে সৌরভ (২৮), পূর্ব চিকনমাটি ভাদুর স্কুল এলাকার আজিবর রহমানের ছেলে মোরছালিন (২৯), সোনারায় ভেন্সীপাড়া গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে সঞ্জয় কুমার (২২), সোনারায় ধনীপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৩)। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌরভের স্ত্রী বাড়ীতে না থাকায় তারা দলবদ্ধ হয়ে সেখানে গাঁজার আসর বসায়। গোপন সুত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6567294512460635557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item