চিলাহাটিতে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের কাজ শুরু

এ.আই.পলাশ.চিলাহাটি,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের বাজার এলাকায় চিলাহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্থানটিতে শুক্রবার (১৫ই নভেম্বর) সকালের দিকে চিলাহাটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজের শুভ উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জমিদাতা মৃতঃ আলহাজ্ব গহিমদ্দীন ও মৃতঃ করিমদ্দীনের ওয়ারিস রফিকুল ইসলাম বাচ্চুমিয়া, বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান নুরমিয়া ও মৃত তিন ভাইয়ের পুত্র সহ বিশিষ্ট সমাজসেবক মহব্বত হোসেন বাবু, ইউনুস আলী, ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন। জানা গেছে, নিজ ভোগডাবুরী এলাকার বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তি দুই ভাই মৃতঃ আলহাজ্ব গহিমদ্দীন ও মৃতঃ করিমদ্দীন ১৯৫৫/৫৬ সালের দিকে এলাকার মানুষদের সু-চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত করেন। সেই থেকে এলাকার মানুষদের সেবা দিয়ে আসছেন উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। মৃতঃ আলহাজ্ব গহিমদ্দীন ও করিমদ্দীনের সেই সময়ের দানকৃত জমিতে বর্তমানে সরকারের বরাদ্দকৃত ছয়তলা ভিত্তির তিনতলা ভবনের নির্মান কাজ শুরু না হওয়ায় মৃতঃ করিমদ্দীনের ওয়ারিসগণ রফিকুল ইসলাম বাচ্চুমিয়া, বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান নুরমিয়া, মৃতঃ খয়রুল মিয়ার পুত্রদয়, খলিলার মিয়ার পুত্রদয়, মৃতঃ সোটামিয়ার পুত্রদয়, এলাকার উন্নয়নের স্বার্থে এবং গরিব-দুঃখী-মেহনতী মানুষদের সেবার জন্য ২৭ শতক জমি দানপত্র করেন হাসপাতাল নির্মানের জন্য। বর্তমানে মোট জমির পরিমান ৪০ শতক। এই হাসপাতালটি বাস্তবায়ন করছেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচ.ই.ডি.স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। টাকার বরাদ্দ রয়েছে ৪ কোটি ৫২ লক্ষ ৭ হাজার ৬’শত সাতাইশ টাকা একুশ পয়সা। ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করছেন, মল্লিক এন্টারপ্রাইজ, আলম বিল্ডার্স্ জে.ডি.। এই হাসপাতাল নির্মানের কাজটি ১৫ মাসেই শেষ করতে হবে। এই হাসপাতাল নির্মানের কাজে লক্ষলক্ষ টাকার সম্পত্তি নিঃস্বার্থে দান করায় এবং এলাকার মানুষদের স্বাস্থ্যসেবার দিক বিবেচনা করায় জমি দাতাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মানুষ ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7219545172684725725

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item