নবাবগঞ্জে মাল্টা ও কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে আজিজ

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি:
 মাল্টা, কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার দাউপুরের আঃআজিজ ।  তিনি ২ বছর আগে ২ একর  জমিতে বাণিজ্যিকভাবে মাল্টা ও কমলার চাষ করেছেন। বর্তমান  মালটার গাছ গুলো ফল ধরার উপযুক্ত ও কমলার গাছে কমলা  ধরেছে তার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
এছাড়া নিজে মাল্টার চাষ করার পাশাাশি এ আবাদ উপজেলা ব্যাপী সম্প্রসারণেও তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।
আঃ আজিজ জানান, তার এই জমিতে আমের বাগান ছিলে আমে লাভ না হওয়ায় তিনি ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়ে মাল্টা চাষের পরিকল্পনা গ্রহণ করেন। দিনাজপুর হটিক্যালসার এর  দিকনির্দেশনায় তিনি মাল্টা চাষ শুরু করেছেন । চারা রোপণের পর থেকে নিয়মিত পরিচর্যা করায় ২ বছরের মাথায় প্রতিটি গাছে কমলা ধরেছে তার ক্ষেতের কমলা সুস্বাদু।
নবাবগঞ্জ  উপজেলা কৃষি কর্মকর্তা  আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান- উপজেলার আবহাওয়া ও মাটি মাল্টা চাষের অত্যন্ত উপযোগী এবং উৎপাদিত মাল্টা সুমিষ্টিও । কৃষি বিভাগ থেকে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5918560655466920236

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item