দিনাজপুরের নবাবগঞ্জে ল্যাম্ব ও টিয়ারফান্ড এর “চার্চ ও সমাজ রূপান্তর” উদযাপন

অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি। 
দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা ল্যাম্ব এর চার্চ ও কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) প্রকল্পের “চার্চ ও সমাজ রূপান্তর” উদযাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় উপজেলার রঘুনাথপুর কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সাঁন্তাল আদিবাসিদের বর্ণিল অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের করা হয়।
ল্যাম্বের নির্বাহী পরিচালক, মি. খায়েল স্কটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন রেড্ডি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশ এর সিসিটি অফিসার, শম্পা বাড়ৈ, ল্যাম্ব সাপোর্ট সার্ভিস ডিরেক্টর জোশ বানিং, ল্যাম্ব সিএইচডিপি ডিরেক্টও লিটন বালা, ডা: ক্রিস্টিন প্রিঙ্গার, লয়েস স্কট, এলসি হাসদা, বাপন মানখিন, ও টিয়ারফান্ড-বাংলাদেশ এর পার্টনারের এবং উপজেলার ২২টি চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন।     
ল্যাম্ব সিসিটি প্রকল্প সমন্বয়ক উৎপল মিন্জ জানান, টিয়ারফান্ড এর অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারী মাসে শুরু হওয়া প্রকল্পটি ২০১৯ এর ডিসেম্বরে শেষ হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল চার্চ ও সদস্যদের সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তাদের স্ব-উদ্যোগে সমস্যার সমাধান যা প্রকল্পের ফলাফলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।   । 

পুরোনো সংবাদ

দিনাজপুর 1334517062580635939

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item