ডিমলায় প্রায় ২ কোটি টাকার কর্মসংস্থান কর্মসূচি’র উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের আব্বাস আলী পাড়া জামে মসজিদ সংলগ্ন মাটি কাটা কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ত্রাণ শাখার সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান জানান, ২০১৯-২০ অর্থ বছরে ১ম পর্যায়ে ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নে ২ হাজার ২ শত ৪৬ জন অতি দরিদ্র উপকারভোগী বাছাই করা হয়েছে। তারা প্রতিদিন ২ শত টাকা হারে ৪০ দিনে ৮ হাজার টাকা পাবে। তিনি আরো বলেন, একাজের সর্বমোট বরাদ্দ রয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৬৮ হাজার টাকা। এ মাটি কাটার কাজ বছরে দুইবার কর্মসংস্থান কর্মসূচির বাস্তবায়ন করা হয়। কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, গরীব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্মমান সরকার কাজ করছে। এজন্য উপজেলার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1573908228155327759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item