চিলাহাটিতে সামাজিক সম্প্রীতি নিয়ে উন্মুক্ত আলোচনা সভা


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ডাকবাংলা মাঠে সামাজিক ও সম্প্রীতি বিষয় নিয়ে এক গণ-সংলাপের আয়োজন করা হয়।
সোমবার(১৮ই নভেম্বর) সকাল ১০টার দিকে একশন ফর ইম্প্যাক্ট (এফরআই) প্রকল্পের যুব সংগঠনের ব্যবস্থাপনায়, ইউএসএস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উক্ত গণ-সংলাপটি অনুষ্ঠিত হয়।উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলীর সঞ্চালনায় এবং নীলফামারী জেলা সম্প্রীতি নেটওর্য়াক এর আহবায়ক ও মশিউর রহমান ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ সরোয়ার মানিক এর সভাপতিত্বে উক্ত উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলাহাটি সরকারী কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ.ত.ম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানমুন কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ আজাদুল হক প্রামানিক, ভোগডাবুরী ইউপি চেয়ারম্যান একরামুল হক, কবি ও সাহিত্যিক সফিক ডিয়ার,সমাজকর্মী আতাউর রহমান। আলোচকবৃন্দ তাদের বক্তব্য বলেন, সম্প্রীতি’ শব্দটি সম্পর্কের দিক থেকে বহুমাত্রিক। ব্যক্তিক, পারিবারিক এবং সমষ্টিগত বিচারে তা ধর্মীয় সম্প্রদায়গত, শ্রেণিগত, জাতিগত, এমনকি রাষ্ট্রিক ও বৈশ্বিক। মানব সম্পর্কে ‘সম্প্রীতি’ একটি গুরুত্বপূর্ণ শব্দসূচক। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত সহাবস্থানের ধারণার ওপর ‘সমাজ’ শব্দটির সৃষ্টি। মানুষে মানুষে সম্প্রীতি না থাকলে পৃথিবী বাসযোগ্য হতে পারে না।’ মানুষের কল্যাণ কামনা করে মানুষকে সুসংস্কৃত হয়ে ওঠায় মনোযোগী হতে হবে। তা কোনো ব্যক্তি-গোষ্ঠী-গোত্র-ধর্ম-রাষ্ট্রের কথা বিবেচনা না করেই। সমাজ যদি সুস্থ-স্বাভাবিক-কল্যাণকামী হয়ে ওঠে, মানুষ যদি সংস্কৃতিমান হয়ে ওঠে তখন শান্তি-সম্প্রীতির জন্য ভ্রাতৃত্ববোধের অভাব হবে না।উক্ত আলোচনা সভায় ভোগডাবুরী, গোমনাতী, বামুনিয়া ও জোড়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3346366793770712868

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item