সৈয়দপুরে গ্রামীণ মাটির রাস্তায় টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ প্রকল্প কাজের ঠিকাদার নির্বাচন লটারী সম্পন্ন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ মাটির রাস্তায় টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচ.বি.বি) করণ প্রকল্পের কাজের ঠিকাদার নির্বাচনের লটারী সম্পন্ন হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে  সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের আওতায় সৈয়দপুরে গ্রামীণ মাটির রাস্তায় টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (২য় পর্যায়)  প্রকল্পের কাজের দরপত্র আহ্বান করা হয়।  এ প্রকল্পের কাজের দরপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৫ অক্টোবর।
পরদিন ১৬ অক্টোবর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত দরপত্র খোলা হয়। তিন গ্রুপের প্রতিটি কাজের জন্য প্রাক্কলিত মূল্য ধরা হয় ৫৪ লাখ ৩৫ হাজার টাকা করে। এতে তিনটি গ্রুপে সর্বমোট ২৩৯ টি দরপত্র জমা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ৫% নি¤œ দরে দরপত্র জমা করে। আর গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কাজের বাস্তবায়নের জন্য ঠিকাদার নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়েছে।
 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া এ লটারী পরিচালনা করেন।
 এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস্ সালাম, উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী  প্রণোবেশ চন্দ্র বাগচী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ঠিকাদার উপস্থিত ছিলেন।
লটারীতে প্রথম গ্রুপে প্রথম বিজয়ী হয়েছেন নীলফামারীর দারোয়ানীর মো. নুরুল ইসলাম শাহ্। এ গ্রুপে  নীলফামারীর কলেজপাড়ার মো. রুকুনুজ্জামান সরকার দ্বিতীয় বিজয়ী হয়েছেন।
 দ্বিতীয় গ্রুপে প্রথম বিজয়ী হয়েছেন নীলফামারীর নীল প্রতিভাপাড়ার মেসার্স আদিয়াত এন্টারপ্রাইজ এবং দ্বিতীয় বিজয়ী হন দিনাজপুরের খানাসামর শাহ্ আলম কনষ্ট্রাকশন।
তৃতীয় গ্রুপে নীলফামারীর পূর্ব কুখাপাড়ার মো. হামিদুল ইসলাম  প্রথম বিজয়ী এবং  নীলফামারীর সৈয়দপুরের আরজু কনষ্ট্রাকশন দ্বিতীয় বিজয়ী হয়েছে।
 সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার জানান, খুব শ্গিগিরি লটারীতে বিজয়ী ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হবে।         

পুরোনো সংবাদ

নীলফামারী 4675817769748237135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item