সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহরের বিশিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন গরীব  চিকিৎসা সেবা’র  উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, সাবেক পৌর কমিশনার  এ কে এম এহসানুল হক ও গরীব চিকিৎসা সেবার সংগঠনের সভাপতি  মো. হাফিজুর রহমান প্রমূখ।
এ সময় গরীব চিকিৎসা সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাদা আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মো. রাইসুল কবির, ডা. মাহেরুখ সাদী হেনা ও ডা. মো. রায়হান তারেক রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে আগত দুই শত রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
 প্রসঙ্গত, ‘গরীব চিকিৎসা সেবা’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি গত চার বছর যাবত মানবসেবামূলক নানা কর্মকান্ড করে আসছে। এ সবের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।     



পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4906389187025496066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item